১৪ মে, ২০২৪ ১৮:১১

রাফায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির আলোচনা পিছিয়ে দিয়েছে: কাতারের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাফায় ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির আলোচনা পিছিয়ে দিয়েছে: কাতারের প্রধানমন্ত্রী

কাতারের প্রধানমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা ‘প্রায় অচল অবস্থায় রয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘মৌলিক মতপার্থক্য’ থাকায় আলোচনা বন্ধ রয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এই মন্তব্য করেছেন। 

তিনি বলেন, অবশ্যই রাফার সাথে যা ঘটেছে তা আমাদের পিছিয়ে দিয়েছে। পরিকল্পিত পূর্ণ মাত্রায় স্থল হামলার আগে গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার কথা উল্লেখ করে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমরা চাপ অব্যাহত রাখব তবে এটি দিন শেষে ইসরায়েল-হামাসের হাতে। তিনি বলেন, ‘দীর্ঘ’ আলোচনার প্রক্রিয়ার পর ‘একটি ভিত্তিরেখা’ নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। 

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন না ইসরায়েল যুদ্ধ বন্ধ করার কথা বিবেচনা করছে। হামাস সব জিম্মিকে মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর