১৪ মে, ২০২৪ ২২:০৬

ব্লিঙ্কেনের কাছে আরও প্যাট্রিয়ট চাইলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ব্লিঙ্কেনের কাছে আরও প্যাট্রিয়ট চাইলেন জেলেনস্কি

জেলেনস্কি ও ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। 

জেলেনস্কি ব্লিঙ্কেনের কাছে খারকিভ শহরের জন্য প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। জেলেনস্কি ব্লিঙ্কেনকে বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর এবং এর আশেপাশের অঞ্চল রক্ষার জন্য দুটি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন। এটি রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল যেখানে কয়েক সপ্তাহ ধরে রুশ সেনাবাহিনী ব্যাপক হামলা চালাচ্ছে।

জেলেনস্কি বলেন, রুশদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহায়তা খুবই গুরুত্বপূর্ণ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘সবচেয়ে বড় ঘাটতি’।

এদিকে রাশিয়া খারকিভে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

আঞ্চলিক পুলিশ টেলিগ্রামে জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ১২ তলা ভবনটিতে গাইডেড বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, অন্য একটি স্থানে আগুন লেগেছে এবং অন্তত ১০টি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর