২১ মে, ২০২৪ ১০:৫৩

দিল্লিতে তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি, ‘রেড অ্যালার্ট’ জারি

অনলাইন ডেস্ক

দিল্লিতে তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি, ‘রেড অ্যালার্ট’ জারি

তাপ থেকে স্বস্তি পেতে জয়পুর শহরের একটি রাস্তায় পানি ছিটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ

ভারতের দিল্লিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহে এই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।  

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিল্লির দক্ষিণপশ্চিমাঞ্চলে ৪৭ দশমিক ৮ ডিগ্রি।

চলতি সপ্তাহেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় ৫ দিনের জন্য ‘লাল সতর্কতা’ (রেড অ্যালার্ট) জারি করেছে দিল্লির রাজ্য সরকার। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এই রেড অ্যালার্টের মেয়াদ।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এই বছর দীর্ঘতর এবং আরও তীব্র তাপপ্রবাহের কবলে পরতে পারে দেশটি।

সূত্র : এনডিটিভি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর