২১ মে, ২০২৪ ১৮:২৩

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত, দাবি রিপোর্টে

অনলাইন ডেস্ক

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত, দাবি রিপোর্টে

কাসেম সাকলাউই

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় তাকে হত্যা করা হয়। 

মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। 

সোমবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার কাসেম সাকলাউইকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। এতে তিনি নিহত হন।

এ বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, সাকলাউইকে জেরুজালেমের রাস্তায় হত্যা করা হয়েছে। তবে তারা সাকলাউইকে কমান্ডার হিসেবে উল্লেখ করেনি। সূত্র : টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর