২২ মে, ২০২৪ ১৩:৫১

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে-স্পেন-আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে-স্পেন-আয়ারল্যান্ড

ফিলিস্তিনি একজন নাগরিক তাদের পতাকা ওড়াচ্ছেন

বুধবার সকালে আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২৮ মে স্প্রেন একই পথ অনুসরণ করার কথা জানিয়েছে। 

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন আজই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য যা যা জাতীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা প্রত্যেকে এখন তা গ্রহণ করব। আমি আত্মবিশ্বাসী যে আগামী সপ্তাহগুলিতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আরও দেশ আমাদের সাথে যোগ দেবে ‘

তিনি বলেন, ইসরায়েল, ফিলিস্তিন এবং তাদের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার একমাত্র বিশ্বাসযোগ্য পথ ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’। হ্যারিস বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের জন্য আমাদের অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করা উচিত নয়।

স্পেনের পার্লামেন্টে পেদ্রো সানচেজ বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তার ‘যন্ত্রণা ও ধ্বংসের’ নীতির মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানকে বিপদে ফেলছেন।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আগামী মঙ্গলবার, ২৮ মে স্পেনের মন্ত্রিসভা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অনুমোদন করবে।

এদিকে মাল্টা, স্লোভেনিয়াও প্রকাশ্যে বলছে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে নজর দিতে যাচ্ছে। এটা ফিলিস্তিনের জন্য অতি স্মরণীয় মুহূর্ত বলে আল জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে। সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর