২২ মে, ২০২৪ ২১:৪০

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা : ‘আমরা নেতানিয়াহুকে গ্রেফতার করব’

অনলাইন ডেস্ক

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা : ‘আমরা নেতানিয়াহুকে গ্রেফতার করব’

এসপেন বার্থ ইডে ও বেনিয়ামিন নেতানিয়াহু

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে গেলে তাকে গ্রেফতার করা হবে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইডে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশ ভ্রমণ করলে তাকে গ্রেফতার করা হবে।

এর আগে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ১২-টিভি চ্যানেলের ওয়েবসাইট এই বিষয়ে একটি প্রতিবেদনে জানিয়েছিল যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধমন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন তাহলে এখন থেকে এই দুইজন রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না।

হিব্রু ভাষার এই মিডিয়ার মতে এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালান্টকে আর জার্মানি, হল্যান্ড, গ্রীস, ফ্রান্স, জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না যদিও তাদের খবরে বিভিন্ন মহাদেশ থেকে ১২৪টি দেশের নাম রয়েছে।

একই সময়ে এই হিব্রু ভাষার সংবাদমাধ্যমটি ইসরায়েলি নেতাদের আশ্বস্ত করেছে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য, এই খবরটি এমন সময় প্রকাশিত হয় যখন হিব্রু ভাষার মিডিয়াটি গতকাল জানিয়েছে যে এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক আরেকটি তালিকা জারি করা হচ্ছে যেখানে আদালতে আরও অধিক সংখ্যক ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতাদের নাম ওয়ান্টেড লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সূত্র : পার্সটুডে ও প্যালেস্টাইন ক্রনিকল।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর