ভারতের কেরালার ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। এ ঘটনায় এখনও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ভোরে ওয়েনাডের মেপ্পাদির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় ভারি বৃষ্টিপাতে চার ঘণ্টার মধ্যে পরপর তিন দফায় ভূমিধস হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ।
কেরালার মুখ্যমন্ত্রীর প্রেস সেক্রেটারি পি এম মনোজ জানিয়েছেন, ভূমিধসে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাতে নিরাপত্তা বাহিনীকে সহায়তায় ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি সেনাসদস্য পাঠিয়েছে ভারতের সেনাবাহিনী। এছাড়া উদ্ধারকাজে সহায়তা করতে ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার কাজ করছে।
স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত প্রায় ২৫০ জনকে উদ্ধার করে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
এছাড়া বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধারকাজে সহায়তা নিশ্চিত করতেও বলেছেন মোদি।
প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল