টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের সিঙ্গাপুর অফিসের ৬০ জন কর্মী খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়া এসব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিঙ্গাপুরের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। বাইটড্যান্স নিজেও আলাদা করে নিজেদের কর্মকর্তা-কর্মাচারীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইটড্যান্সের অফিসগুলোতে কোনো খাবার প্রস্তুত বা রান্না করা হয় না। তারা তৃতীয় পক্ষের কাছ থেকে কর্মীদের জন্য খাবার নিয়ে থাকে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিঙ্গাপুরের বাণিজ্য জেলায় অবস্থিত বাইটড্যান্সের ওই ভবন থেকে অসুস্থদের হাসপাতালে নেওয়ার জন্য ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।
বাইটড্যান্সের এক মুখপাত্র বলেছেন, তারা কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। অসুস্থ সব কর্মীকে সহায়তা করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে তারা বিষয়টি তদন্ত করছি, এ জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।
টিকটক চীনে ব্যবহার করা যায় না। তবে সারা বিশ্বে স্বল্পদৈর্ঘ্যের অ্যাপটির ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল