মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামিও একই ধরনের সতর্কতা জারি করেছেন।
বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে কড়া প্রতিশোধের হুমকি দিয়েছে। এর আগে বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করেছিল ইসরায়েল।
পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় লেবাননে অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের সামরিক শক্তিও বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
ইরানের পাল্টা প্রতিক্রিয়া থেকে সৃষ্ট পরিস্থিতিতে অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। সূত্র : বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল