ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে ৩০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার পর থেকে এটি সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ বলে জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী তোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রামের কাছে ইউক্রেনীয় সেনাদের পাঠিেয়েছে। কুরস্ক অঞ্চলে আক্রমণের ষষ্ঠ দিনে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিয়েভকে ‘রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখানোর’ অভিযোগে অভিযুক্ত করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো সরাসরি আক্রমণের কথা স্বীকার করে বলেছেন, ইউক্রেন যুদ্ধকে "হানাদার অঞ্চলে" ঠেলে দিচ্ছে।
জেলেনস্কি বলেছেন, "ইউক্রেন প্রমাণ করছে যে তারা প্রকৃতপক্ষে ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আক্রমণকারীর উপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারে।"
তিনি ইউক্রেনের "যোদ্ধাদের" ধন্যবাদ জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি দেশটির শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অলেক্সান্ডার সিরস্কির সাথে রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন।
ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি বলেছেন, হাজার হাজার সেনা অভিযানে নিয়োজিত ছিল, রাশিয়ান সীমান্ত রক্ষীদের প্রাথমিকভাবে যে ছোট অনুপ্রবেশের কথা বলা হয়েছিল তার চেয়ে অনেক বেশি।
বিডি প্রতিদিন/নাজমুল