মহাকাশে আরও ১৪টি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের। দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হাসান সালারিয়েহ এই ঘোষণা দিয়েছেন।
সালারিয়েহ জানান, ইরানের মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে কক্ষপথে আটটি স্যাটেলাইট পাঠিয়েছে। যা স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে আগের তিন সরকারের সাফল্যের সমান।
বেসরকারি খাতের সঙ্গে যৌথ প্রকল্প হাতে নেয়ায় ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র দেশীয় স্যাটেলাইট ডিজাইন ও উৎপাদনের গতি বাড়িয়েছে। সংস্থাটির ১৪টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা হয়েছে। আরও ৩০টি স্যাটেলাইট নির্মাণাধীন অবস্থায় আছে। এর মধ্যে ২০টি বেসরকারি খাতের মাধ্যমে নির্মাণ করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মহাকাশ গবেষণাসহ প্রযুক্তি খাতে বিস্ময়কর অগ্রগতি হয়েছে। ২০২০ সালের এপ্রিলে প্রথম সামরিক উপগ্রহের সফল উৎক্ষেপণের ঘোষণা দেয় ইরান। পরে ২০২২ সালের মার্চে মহাকাশে দ্বিতীয় সামরিক স্যাটেলাইট পাঠায় তারা। ইতোমধ্যে ইরানের দক্ষিণ-পূর্ব বন্দর শহর চাবাহারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মহাকাশ কেন্দ্রও নির্মাণ করছে দেশটি।
বিডি প্রতিদিন/নাজমুল