অবরুদ্ধ পশ্চিম তীরের চারটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার এই হামলা চালানো হয়। হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে জেনিন এবং তুলকার্ম শহরের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের আরও দুটি শহরে অভিযান চালিয়েছে। ২০০৫ সালের পর এই প্রথম পশ্চিম তীরে বড় ধরনের হামলা চালালো ইসরায়েলি বাহিনী।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিসিআরএস) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তুবাসের কাছে ফারা শরণার্থী শিবিরে তাদের মেডিকেল পয়েন্টে অভিযান চালিয়েছে।
এক্স-এর একটি পোস্টে মানবিক সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি সেনারা ‘রেড ক্রিসেন্টের কর্মীদের আটক করেছে এবং তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।’ তাদের কাছে ঘটনার একটি ভিডিও রয়েছে। তাতে দেখা গেছে, ইউনিফর্ম পরিহিত চিকিৎসাকর্মীরা একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে। দুই ইসরায়েলি সেনা তাদের পাহারা দিচ্ছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি একটি পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর বড় একটি ইউনিট পশ্চিম তীরের জেনিন শহর দখল করেছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ