ইসরায়েলের গোয়োন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপি তুরস্কে গ্রেফতার হয়েছেন। গত ৩০ আগস্ট তাকে ইস্তাম্বুল থেকে গ্রেফতার করে তুর্কি পুলিশ।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুল পুলিশ গত ৩০ আগস্ট একটি অভিযান চালিয়ে মোসাদের পক্ষে অর্থ স্থানান্তরের অভিযোগে রেক্সহেপিকে আটক করে। এরপর আদালতে শুনানির পর রেক্সহেপিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন রেক্সহেপি।
গত ২৫ আগস্ট তুরস্কে প্রবেশের পর থেকেই তার ওপর নজর রাখছিল তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি।
তদন্তে জানা গেছে, রেক্সহেপি মোসাদের জন্য আর্থিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তুরস্কের ফিল্ড এজেন্টদের কাছে বেশ কয়েকবার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ স্থানান্তর করেছেন। এছাড়া মোসাদের নির্দেশে ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করেছেন তিনি।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে ইসরায়েল কোনও মন্তব্য করেনি। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ