৮৬ বছর বয়সে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির রাজধানী লিমায় নিজের বাসায় বুধবার তিনি মারা যান।
মানবতাবিরোধী অপরাধের জন্য ব্যাপক সমালোচিত ও দণ্ডিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি। এ জন্য ১৬ বছর কারাওভোগ করেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন আলবার্তো ফুজিমোরির সন্তান কেইকো, হিরো, সাচিয়ে এবং কেনজি ফুজিমোরি। জানিয়েছেন, আলবার্তো ফুজিমোরি দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন।
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি। মানবতাবিরোধী অপরাধে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। টানা ১৬ বছর কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল।
সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন। তিনি বলেন, ‘আমরা তাঁর (আলবার্তো ফুজিমোরি) সন্তান ও পরিবারের সদস্যদের এটা জানাতে চাই যে তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’
বিডি প্রতিদিন/নাজমুল