ফিলিস্তিনের গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত হয়েছেন।
তারা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থায় (ইউএনআরডব্লিউএ) কাজ করতেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, “গাজায় যা হচ্ছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন আমাদের ইউএনআরডব্লিউএ’র সহকর্মী।”
এটিকে একক কোনও হামলায় সর্বোচ্চসংখ্যক কর্মীর মৃত্যু বলে দাবি করেছে ইউএনআরডব্লিউএ।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ওই স্কুলের মাঠে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে কার্যক্রম পরিচালনা করছিলেন হামাস যোদ্ধারা। সুনির্দিষ্টভাবে তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে বিমানবাহিনী। তবে হামলার ফলাফল কিংবা যাদের ওপর হামলা চালানো হয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/একেএ