ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলকৃত ভূমি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে তেল আবিবের বেশকিছু এলাকায় সাইরেন বাজতে শোনা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করেছে।
টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমিতে পড়ায় সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।'
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রায় ২০ লাখ বসতিস্থাপনকারী এই আক্রমণের ভয়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। দৌড়ে আশ্রয় নিতে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বেন-গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রমও এসময় বন্ধ করে দেয়া হয়। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের কথায় কেউ আর বিশ্বাস করছে না। তারা হুথির বিবৃতির দিকেই তাকিয়ে আছে।
বিডি প্রতিদিন/নাজমুল