ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলের আগ্রাসী ও স্বৈরতান্ত্রিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিশ্ব সম্প্রদায়কে একহাত নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের সাথে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইরান বসে থাকবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরানের বসে থাকার কোনো সুযোগ নেই।’ নিউইয়র্কে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার সময় তিনি এই কথা বলেন।
আরাঘচি সামনের মাসে (অক্টোবর) রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে গাজা ইস্যু তোলার প্রস্তাবও করেছেন।
সম্প্রতি লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে লেবাননের হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যাও কয়েক হাজার। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়ারর শঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোও ইসরায়েলের নানা স্থাপনায় হামলা শুরু করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল