ইসরায়েলের হাইফা অঞ্চলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কিরেয়ত, উত্তর হাইফা শহর লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ওই বিবৃতিতে তারা জানায়, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও লেবাননে চলমান ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসাবেই এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হাইফা, কায়েসারিয়া, উত্তর গেলিল, লোয়ার গেলিল ও নাহারিয়াতে সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে।
এছাড়াও কিরিয়াত শামোনা অঞ্চল লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও তারা ইসরায়েলি মেরকাভা ট্যাংক লক্ষ্য করেও হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল