ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ রকেট হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীদের সংগঠন। ইসলামিক রেজিট্যান্স ইরাক এই হামলা চালানো কথা জানিয়েছে।
এক বিবৃতি ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর জোটটি জানিয়েছে, তাদের যোদ্ধার ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় শনিবার সকালের দিকে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের অংশ এই ড্রোন হামলা। ফিলিস্তিন ও লেবাননের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই হামলা চালানোর দাবি করছে ইরাকের ইসলামিক রেজিট্যান্স।
ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। হিজবুল্লাহও ইসরায়েলের হাইফায় রকেট হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল