মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে আজ ফোনালাপ করবেন বলে আশা করা হচ্ছে।
বুধবার (৯ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বাইডেন-নেতানিয়াহুর মধ্যে আলোচনাটি ইরানে হামলার পরিকল্পনা নিয়ে হবে এবং এই ফোনালাপটি বুধবার (৯ অক্টোবর) হতে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওস বলেছে, ‘আমরা চাই, এই ফোনকলের মাধ্যমে ইসরায়েলি প্রতিশোধের মাত্রা নির্ধারিত হোক।’
ওই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করলেও কোনো বাড়াবাড়ি করবে না ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চায়।
বিডি প্রতিদিন/নাজিম