বাস, ট্রাম, অটো, ট্রেন, স্কুল, কলেজ, আদালত কিংবা পাড়ার চায়ের দোকান- পশ্চিমবঙ্গের সর্বত্রই আরজি কর ঘটনায় ন্যায় বিচারের দাবি। এবার রাজ্যটিতে দুর্গা পূজার মহাঅষ্টমীর অঞ্জলি থেকেও উঠল একই দাবি।
শুক্রবার সকালে কলকাতার কাছেই আড়িয়াদহ এনসি চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত বিজয় সংঘে মহাঅষ্টমীর অঞ্জলি দেওয়ার পর্ব চলছিল। পুরোহিত তখন মন্ত্র উচ্চারণ করছিলেন। পাশে দাঁড়িয়ে হাতে ফুল নিয়ে সেই মন্ত্র-উচ্চারণ করছিলেন অঞ্জলি দিতে আসা নারী, পুরুষরা। একসময় মন্ত্র উচ্চারণের ফাঁকেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে সমস্বরে স্লোগান তোলেন অঞ্জলি দিতে আসা দুর্গা মায়ের ভক্তরা।
এ ব্যাপারে পূর্ণা মুখোপাধ্যায় বলেন, দুর্গা মায়ের কাছে এই প্রার্থনা করেছি যারা এই ঘৃণ্য অপরাধ করেছে, তাদের অবশ্যই সাজা হোক। দিনের পর দিন নারীদের সাথে যে ঘটনা ঘটছে এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। যার জন্যই আমরা ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যে দাবিগুলিতে জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছেন সেই দাবিগুলো যেন সরকার মেনে নেয়, তারও অনুরোধ জানাচ্ছি।
এর আগে দুর্গাপূজা বাবদ রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার রুপির আর্থিক অনুদানও ফিরিয়ে দিয়েছিল বিজয় সংঘ। আর এবার তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়ে অষ্টমী পূজার অঞ্জলিতে স্লোগান তুলে প্রতিবাদ জানালো ক্লাবের সদস্যরা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডাক্তারি ছাত্রীর নৃশংস মৃত্যুর পর কেটে গেছে দুই মাস। কিন্তু এই ঘটনার সুবিচারের দাবিতে আন্দোলন, প্রতিবাদ চলছেই।
বিডি প্রতিদিন/হিমেল