ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে। তারা দাবি করেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব অ্যাম্বুলেন্সকে ভুলভাবে ব্যবহার করছে। এ ছাড়া তারা আরও কিছু গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেয়ি শনিবার অভিযোগ করেন, হিজবুল্লাহ সদস্যরা অ্যাম্বুলেন্স ব্যবহার করে যোদ্ধা ও অস্ত্র পরিবহন করছে। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি আরও বলেন, আমরা চিকিৎসা দলগুলিকে আহ্বান জানাচ্ছি তারা যেন হিজবুল্লাহ সদস্যদের সাথে কোনও যোগাযোগ না করে এবং তাদের সাথে সহযোগিতা না করে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিদের পরিবহনকারী যে কোনও গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, তা গাড়ির ধরন যা-ই হোক না কেন।
এছাড়াও, আদ্রেয়ি দক্ষিণ লেবাননের বাসিন্দাদের তাদের বাড়িতে না ফেরার জন্য সতর্ক করেছেন। কারণ, ইসরায়েলি বাহিনী ঐ অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল