লেবাননে ইসরায়েলের নাশকতামূলক হামলার পর ইরান ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্লাইটে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র জাফার ইয়াজেরলো বলেছেন, মোবাইল ফোন ছাড়া অন্য কোনও ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস, যেমন পেজার বা ওয়াকি-টকি, ফ্লাইট কেবিনে আনা বা লাগেজের মাধ্যমে পাঠানো নিষিদ্ধ করা হয়েছে।
লেবাননে হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হওয়া একাধিক নাশকতা হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসলো। তিন সপ্তাহ আগে পেজার ও ওয়াকি-টকির বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত এবং প্রায় ৩,০০০ জন আহত হন। ইরান ও হিজবুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। নিহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূত মোজতবা আমানি ছিলেন।
এর আগে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনও তাদের ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করেছে। ইরানের এই পদক্ষেপ বিমান চলাচলে নিরাপত্তা জোরদার করার একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল