ইসরায়েলি সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত একটি টানেল প্রদর্শন করা হয়েছে। এই টানেলটি গাজায় হামাসের তৈরি টানেলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বলে দাবি করা হয়েছে।
এক মিনিটের ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য দক্ষিণ লেবাননের একটি টানেল দেখাচ্ছেন, যা প্রায় ১০০ মিটার লম্বা। টানেলটিতে লোহার দরজা, সজ্জিত ঘর, AK-47 রাইফেল, শোবার ঘর, বাথরুম, জেনারেটরের স্টোরেজ রুম, পানির ট্যাঙ্ক এবং দুই চাকার যান দেখা গেছে।
তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
হামাসের ৭ অক্টোবরের আক্রমণের পর লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে যা এখনও চলছে।
প্রকাশিত ভিডিওতে একজন ইসরায়েলি সেনাকে বলতে শোনা যায়, ‘আমরা দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হিজবুল্লাহর কার্যকলাপ দেখতে সীমান্ত অতিক্রম করছি। তারা সেখানকার বেসামরিক বাড়িগুলোর নিচে আশ্রয় নিচ্ছে এবং উত্তর ইসরায়েলে হামাসের মতো হামলার প্রস্তুতি নিচ্ছে।’
হিজবুল্লাহর এলিট ইউনিট রাদওয়ান বাহিনীর সদস্যরা এখানে সপ্তাহের পর সপ্তাহ অবস্থান করতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, টানেলের এক্সিট পয়েন্টটি একটি লেবাননের বেসামরিক বাড়ি।
গত মাসের শেষের দিকে লেবাননে স্থল আক্রমণ শুরু করার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী অনেকগুলো টানেল শ্যাফট আবিষ্কার করেছে, যার মধ্যে একটি ছিল ২৫ মিটার লম্বা এবং ইসরায়েলের ভেতরে প্রবেশ করেছিল। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তিন হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি ভবনের নিচে একটি টানেল শ্যাফটের সন্ধান পাওয়া গেছে, যেখানে রাদওয়ান বাহিনীর তিন সদস্য অবস্থান করছিল। সেখানে প্রচুর অস্ত্র ও দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া গেছে।
ইসরায়েলি বাহিনী আরও জানায়, গত রবিবার দক্ষিণ লেবাননের একটি টানেল শ্যাফট থেকে আরেকজন হিজবুল্লাহ যোদ্ধাকে আটক করা হয়েছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল