মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিধাগ্রস্ত ভোটারদের মনোযোগ আকর্ষণে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস সক্রিয় প্রচারণায় নেমেছেন। গতকাল তিনি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য উইসকনসিনের লা ক্রসে সমাবেশে অংশ নেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি পডকাস্ট সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পের তুলনায় কমলা সামান্য এগিয়ে আছেন বলে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে। নির্বাচনের বাকি কয়েক সপ্তাহে দুই শিবিরই ভোটারদের সমর্থন পেতে বদ্ধপরিকর। বিশেষত ধনী ব্যক্তিত্বরা প্রচারণায় সরাসরি অংশ নিচ্ছেন। যেমন পেনসিলভানিয়ায় ট্রাম্পের পক্ষে ইলন মাস্কের একাধিকবার প্রচারণায় অংশগ্রহণ দেখা গেছে।
উইসকনসিনের লা ক্রসে সমাবেশে কমলা তার বক্তব্যে বলেন, ‘প্রচারণা এখন শেষ পর্যায়ে পৌঁছেছে এবং এটি হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় রূপ নেবে।’ পাশাপাশি তিনি ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বলেন, ‘তিনি একজন খামখেয়ালি ব্যক্তি এবং যদি তিনি আবারও ওভাল অফিসে প্রবেশ করেন, তাহলে পরিণাম হবে ভয়াবহ।’
এছাড়া উইসকনসিনের গ্রিন বে শহরে আরেকটি সমাবেশে কমলা তার প্রচারণা চালান। সেখানে তরুণ ভোটার এবং শ্রমিকদের সমর্থন অর্জনের ওপর জোর দেন তিনি। উইসকনসিন অঙ্গরাজ্যটি নির্বাচনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প তার পডকাস্ট সাক্ষাৎকারে অভিবাসন, অর্থনীতি এবং গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তবে সবচেয়ে বিতর্কিত ছিল তার ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত মন্তব্য। সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 'সেরা বিক্রয়কর্মী' বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ‘যতবার জেলেনস্কি আসে, তাকে ১০ হাজার কোটি ডলার দিয়ে দেওয়া হয়।’ এছাড়া তিনি আরও বলেন, ‘জেলেনস্কির উচিত ছিল এই যুদ্ধ কখনো শুরু হতে না দেওয়া।’
ট্রাম্পের এই বক্তব্যের পর, তার প্রচার শিবির থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে চেয়েছিলেন। তবে রাজনৈতিক মহলে তার বক্তব্যকে ইউক্রেনের প্রতি আক্রমণ হিসেবেই দেখা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল