নেতৃত্ব গুণ ও আন্তরিকতার সঙ্গে সংঘাত সমাধানে ভূমিকা রাখায় জার্মানির সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব মেরিটে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার বার্লিনের বেলভিউ প্যালেসে বাইডেনের হাতে পদক তুলে দেন জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাংক ওয়াল্টার স্টাইনমায়ার।
বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের এই সম্মাননা দিয়ে থাকে জার্মানি। জার্মান প্রেসিডেন্ট জানান, ট্রান্স আটলান্টিক জোটে প্রায় এক দশক ধরে অবদান, ইউরোপের খারাপ সময়ে নেতৃত্বের ভূমিকা ও বিবাদ নিরসনে বাইডেনের আন্তরিকতার কারণে এই পদক দেয়া হলো।
স্টাইনমায়ার এমন সময়ে বাইডেনকে গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করলেন, যখন বিশ্বব্যাপী রাজনৈতিক কট্টরপন্থার কারণে গণতন্ত্র হুমকির মুখে।
পুরস্কার গ্রহণের পর বাইডেন বলেন, একক ও স্বাধীন ইউরোপ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘৃণ্য আক্রমণ ঠেকানোর চেয়ে জরুরি কিছুই নেই।
তিনি বলেন, নিজেদের ভালো বা মন্দের বিষয়ে সম্ভাব্য সব উপায়ে একটি দেশ তার সিদ্ধান্ত নিতে পারে এবং জার্মানি এটি বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে।
জর্জ বুশ সিনিয়রের পর বাইডেনই দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি এই সম্মানে ভূষিত হলেন।
সফরের অংশ হিসেবে শুক্রবার বিকেলে শোলৎজ, ম্যাক্রোঁ ও স্টারমারের সঙ্গে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বৈঠকে অংশ নেন বাইডেন।
বাংলাদেশ প্রতিদিন/কেএ