মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ইবোলায় পশ্চিম আফ্রিকা পুরো প্রজন্মকে হারাতে পারে

ইবোলায় পশ্চিম আফ্রিকা পুরো প্রজন্মকে হারাতে পারে

ইবোলা রোগের কারণে পশ্চিম আফ্রিকা তার পুরো প্রজন্মকে হারাতে পারে বলে হুঁশিয়ার করেছেন শান্তিতে নোবেল জয়ী ও লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলেফ। রবিবার বিবিসির 'লেটার টু দ্য ওয়ার্ল্ড' অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সারলেফ বলেন, লাইবেরিয়ায় ইবোলার আক্রমণ এক অচলাবস্থার সৃষ্টি করেছে।

তিনি বলেন, পশ্চিম আফ্রিকায় তরুণ প্রজন্ম ঝুঁকির মধ্যে রয়েছে। দেশের ফসল, বাণিজ্য এক আকস্মিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। জনসন সারলেফ বলেন, অপর্যাপ্ত চিকিৎসা সেবা, সেনা সহায়তার অভাবে রোগটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, দুর্বল তিনটি দেশ লাইবেরিয়া, সিয়েরা লিয়ন ও ঘানায় ইবোলার আক্রমণ মোকাবিলায় পারস্পরিক যোগাযোগও সম্ভব হচ্ছে না। সবাই বিচ্ছিন্নভাবে ইবোলা ঠেকাতে লড়াই করে যাচ্ছে। লাইবেরিয়াতে গৃহযুদ্ধের আগে তিন হাজার চিকিৎসক ছিল, আর এখন আছে মাত্র ১১ জন। সবাইকে ইবোলা মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে জনসন সারলেফ বলেন, যে সব দেশের সহযোগিতা করার সামথ্র্য রয়েছে তাদের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসতে হবে। এটা হতে পারে জরুরি ফান্ডে সহযোগিতা, চিকিৎসা সেবা। নাইজেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করল 'হু': অবশেষে নাইজেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করল বিশ্বস্বাস্থ্য সংস্থা-হু। গতকাল হু-এর তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এটা একটা 'সাফল্যের গল্প' বলে উল্লেখ করলেন 'হু'-এর কর্মকর্তা রুই গামা ভাজ। জুলাই থেকে এ রোগ দেখা দেয় নাইজেরিয়ায়। এরপর থেকে শুরু হয় দেশজুড়ে তৎপরতা। দ্রুত এই আরোগ্য আনায় প্রশংসার দাবিদার হয়েছে নাইজেরিয়া। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে এই রোগে মৃতের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। ৭০ শতাংশ ইবোলা আক্রান্তেরই মৃত্যু হয়। এর আগে সেনেগালকে ইবোলা-মুক্ত হিসেবে ঘোষণা করে 'হু'। গত ছয় সপ্তাহের রিপোর্ট অনুযায়ী এই ঘোষণা করা হয়েছে। গত ছয় সপ্তাহে কোনো নতুন ইবোলা আক্রান্ত আসেনি। আলজাজরা।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর