বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
ইবোলা আতঙ্ক

পশ্চিম আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধি নিষেধ

পশ্চিম আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধি নিষেধ

ইবোলা আতঙ্কে যুক্তরাষ্ট্রে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পশ্চিম আফ্রিকা থেকে দেশটিতে প্রবেশে চলছে নানা আলোচনা। পশ্চিম আফ্রিকার যেসব দেশ সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত বিশেষ করে লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনি থেকে নাগরিকদের প্রবেশে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দেশটিতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেহ জনসন বলেন, সেসব দেশ থেকে ভ্রমণকারীরা কেবল যুক্তরাষ্ট্রের পাচঁটি বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে।

মঙ্গলবার তিনি এই ঘোষণা দিয়ে বলেন, বুধবার থেকে নিউইযর্ক, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, শিকাগো ও নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দর দিয়ে প্রবেশ করবেন। বলা হয়েছে, এসব দেশ থেকে প্রায় ৯৪ ভাগ লোক এই পাচঁটি বিমানবন্দর দিয়েই প্রবেশ করেন। রোগ নিয়ন্ত্রণ ও  প্রতিরোধ বিষয়ক কেন্দ্রের সূত্রে এ কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের সব প্রবেশ মুখগুলোতেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ওই পাচঁটি বিমানবন্দরে ইবোলা পরীক্ষার জন্য বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিএনএন।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর,২০১৪/ রোকেয়া।

সর্বশেষ খবর