বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

হোয়াইট হাউজে ফের অনুপ্রবেশ

হোয়াইট হাউজে ফের অনুপ্রবেশ

ফের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজে। ছুরি নিয়ে একব্যক্তির অনুপ্রবেশের এক মাস পরই দ্বিতীয়বারের এ ধরনের ঘটনা ঘটল।

বুধবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি অবৈধভাবে বেড়া টপকে সেখানে প্রবেশ করে। এ ঘটনার পর প্রায় ৯০ মিনিট হোয়াইট হাউজে সকল ধরনের প্রবেশ বন্ধ রাখা হয়।

ভিডিওতে দেখা গেছে, হাউজের উত্তর পাশের বাগানে এক ব্যক্তিকে গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘিরে রেখেছে। কুকুররা ওই অনুপ্রবেশকারীকে ধরে ফেলে বলে জানা গেছে।
অনুপ্রবেশকারীর নাম ডমিনিক অ্যাডেসানিয়া (২৩)। তিনি ম্যারিল্যান্ডের বেল এয়ারের বাসিন্দা। এ সময় তার সঙ্গে কোনো ধরনের অস্ত্র ছিল না বলেও জানা গেছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই ব্যক্তি বেড়া টপকে হোয়াইট হাউজে প্রবেশ করে। এরপর রাত ৯টা পর্যন্ত হোয়াইট হাউজে সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ ছিল।

এর আগে ১৯ সেপ্টেম্বর ছুরি নিয়ে হোয়াইট হাউজে এক ব্যক্তি অনুপ্রবেশ করেছিল। রয়টার্স।
 

 

বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৪/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর