বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মেক্সিকোতে মেয়রকে গ্রেফতারের নির্দেশ

মেক্সিকোতে মেয়রকে গ্রেফতারের নির্দেশ

মেক্সিকোতে ছয় জন নিহত ও ৪৩ ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় ইগুয়ালা শহরের মেয়র জোসে লুইস আবার্কাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সরকার। খবর বিবিসির।

দেশটির চিফ প্রসিকিউটর জানান, মেয়রের নির্দেশে গত ২৬ সেপ্টেম্বর ছাত্রদের বিক্ষোভে সহিংস আক্রমণ চালায় পুলিশ। এ ঘটনার পর থেকে ৪৩ ছাত্র নিখোঁজ রয়েছে। তিনি বলেন, মেয়রের স্ত্রী একটি অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন। ছাত্ররা ওই অনুষ্ঠানটির বিরোধিতা করছিল। মেয়র আবার্কা পুলিশকে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার নির্দেশ দেন।

অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম জানান, ইগুয়ালায় গত ২৬ সেপ্টেম্বরের ঘটনায় মেয়র আবার্কা, তার স্ত্রী মারিয়া দি লস অ্যাঞ্জেলস পিনেদা, পৌরসভাটির পুলিশ প্রধান ফিলিপ ফ্লোরস ও অনুষ্ঠানের আয়োজকদের খোঁজা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, মেয়রের স্ত্রী পিনেদা স্থানীয় মাদকচক্র গুয়েরেরোস ইউনিদোস-এর (ইউনাইটেড ওয়ারিয়রস) সঙ্গে যুক্ত।

এর আগে পৌরসভাটির বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তারা ছাত্রদের মাদকচক্রের সদস্যদের হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

গত সপ্তাহে মাদকচক্রটির সন্দেহভাজন নেতা সিদরোনিও ক্যাসারাভিয়াসকে গ্রেফতার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর