বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সেক্সক্লাবে অর্থব্যয় : তোপের মুখে জাপানি মন্ত্রী

সেক্সক্লাবে অর্থব্যয় : তোপের মুখে জাপানি মন্ত্রী

জাপানের নতুন বাণিজ্যমন্ত্রী ইয়োচি মিয়াজাওয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার রাজনৈতিক কর্মীদের সেক্সক্লাবে গিয়ে অর্থব্যয়ের ক্ষেত্রে সহায়তা করেছেন।

অভিযোগ রয়েছে, ইয়োচির রাজনৈতিক এলাকা হিরোশিমায় ২০১০ সালের সেপ্টেম্বরে মিয়াজাওয়া-কাইয়ের সমর্থকরা সরকারি তহবিল থেকে ১৮ হাজার ২৩০ ইয়েন (১৭০ ইউএস ডলার) খরচ করেন। ওই অর্থব্যয়কে বিনোদন খরচ হিসেবে দেখানো হয়েছিল।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী কিচি মিয়াজাওয়ার ভাতিজা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার চাচাত ভাই ৬৪ বছর বয়সী ইয়োচি মিয়াজাওয়া অর্থব্যয়ের কথা স্বীকার করলেও নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

ইয়োচি বলেন, 'এটা সত্য যে, কিছু অর্থ খরচ হয়েছে। কিন্তু আমি সেখানে যাইনি।'

সরকারি অর্থ রাজনৈতিক প্রচারণায় ব্যয় করায় সহযোগিতার দায়ে গত সোমবার বাণিজ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইয়োকো ওবুচি। এ ঘটনার পরপরই ইয়োচিকে নতুন বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর