বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

\\\'আন্দোলনে কোনো থার্ড আম্পায়ার ছিল না\\\'

\\\'আন্দোলনে কোনো থার্ড আম্পায়ার ছিল না\\\'

পাকিস্তানে সরকারবিরোধী আন্দোলনে কোনো 'থার্ড আম্পায়ার' ছিল না বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান। সরকারবিরোধী বিক্ষোভের ৭০ দিন পূর্তি উপলক্ষে দেয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ইমরান খান বলেন, 'বিক্ষোভ থেকে পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) সরে যাওয়া প্রমাণ করে তাদের সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই। বিশ্ব এটা বুঝতে পেরেছে যে, আমাদের বিক্ষোভে কোনো ‘লন্ডন প্ল্যান’ কিংবা ‘থার্ড আম্পায়ার’ ছিল না।' সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে পিএটি ও পিটিআইয়ের লক্ষ্যে পার্থক্য রয়েছে বলে জানান তিনি।

ইমরান খান বলেন, 'পাকিস্তান আওয়ামি তেহরিকের কর্মসূচি থেকে সরে যাওয়ায় আমি কিছুটা অস্বস্তিতে। তার পরও তারা ৭০ দিন আমাদের সঙ্গে থেকেছে, সে জন্য ডা. কাদরিকে আমি অভিনন্দন জানাচ্ছি।'

বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর