শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
গত এক মাসে নিহতের সংখ্যা

সিরিয়ায় মার্কিন জোটের হামলায় নিহত ৫৮৫ আইএস জঙ্গি

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় এক মাসে ৫৫৩ জঙ্গি ও ৩২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে 'দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠনটি গতকাল এসব তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ৪৬৪ জন আইএসের যোদ্ধা বলে জানিয়েছে শুরু থেকে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসা সংগঠনটি। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সহযোগিতায় চালানো এসব বিমান হামলায় আল-কায়েদার স্বীকৃতিপ্রাপ্ত নুসরা ফ্রন্টের ৫৭ জন সদস্য নিহত হয়েছেন। অপরদিকে নিহত বেসামরিকদের মধ্যে ৬ শিশু ও ৫ জন নারী রয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি। ইরাকে আইএসের অবস্থানের ওপর আরও আগে জুলাইয়ে বিমান হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। এরপর আরব মিত্রদেশগুলোর সহযোগিতায় সিরিয়ায় আইএসের অবস্থানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। পরবর্তী সময়ে ব্রিটেন ও ফ্রান্সও ইরাকে আইএসের অবস্থানের ওপর বিমান হামলা চালানো শুরু করে। জাতিসংঘ ঘোষণার ৫১ ধারা অনুযায়ী সিরিয়ায় বিমান হামলার বৈধতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ধারায় সশস্ত্র হামলার বিরুদ্ধে ব্যক্তিগত বা সামষ্টিকভাবে আত্দরক্ষার অধিকার স্বীকার করা হয়েছে। বিবিসি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর