শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

\\\'মোদি পাকিস্তান ও মুসলিম বিরোধী\\\'

\\\'মোদি পাকিস্তান ও মুসলিম বিরোধী\\\'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুসলিম ও পাকিস্তানবিরোধী বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি বলেন, মোদির ক্ষমতা শান্তির সঙ্গে শেষ করতে পারবেন না। বুধবার ভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পারভেজ মোশাররফ। মোদির কড়া সমালোচনা করে পারভেজ বলেন, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তানের নন। আমরা তার কোনো নির্দেশ শুনতে চাই না। তিনি বলেন, আমরা তার (মোদি) অতীত প্রমাণাদি জানি। তার পাকিস্তান বিরোধিতার কাহিনীও আমরা জানি। পাকিস্তান সরকার সম্পর্কে পারভেজ বলেন, নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার শান্তি প্রতিষ্ঠার বিষয়ে খুবই আন্তরিক। এ সরকার ভারতকে তুষ্ট করতে গিয়ে ক্ষতি টেনে এনেছে। তিনি বলেন, পাকিস্তানের জনগণ ভারত সরকারের দুর্বল মতলব বুঝে। মোদির সমালোচনা করে মোশাররফ আরও বলেন, মোদি পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আপনারা উদাহরণ টানতে পারেন মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শপথে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু নওয়াজও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি পাকিস্তান যাননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী পাকিস্তানকে চোখ রাঙ্গাচ্ছে। ইকোনমিক টাইমস।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর