শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
টোটাল বসের প্রয়াণ

মস্কো বিমানবন্দর প্রধান নির্বাহীর পদত্যাগ

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ফ্রান্সের বিখ্যাত তেল কোম্পানি টোটাল-এর বস (প্রধান নির্বাহী) নিহত হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী এন্ড্রেই দিয়াকভ। একইসঙ্গে পদত্যাগ করেছেন সহকারী নির্বাহী সার্গেই স্লনসেভ। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বিমান দুর্ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার টোটাল-এর প্রধান নির্বাহী ক্রিস্তোফে দ্য মারগেরির (৬৩) ব্যক্তিগত বিমান মস্কোর ভনুকোভো বিমানবন্দরে বরফ কাটার যন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এরপর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা টোটালের প্রধান নির্বাহীসহ চারজনের সবাই নিহত হন। রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, বরফ কাটার যন্ত্রের চালক মাতাল ছিলেন। বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর