শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

\\\'প্রয়োজনে ভারতে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান\\\'

\\\'প্রয়োজনে ভারতে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান\\\'

পাকিস্তান তার পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ছাড় দেবে না। এমনকি দরকার পড়লে ভারতের ওপর পারমাণবিক বোমা ছুড়তেও দ্বিধা করবে না দেশটি। পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ একথা বলেছেন। মোশাররফ ভারতীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার এ সব কথা বলেন। খবর ডনের

ডনের প্রতিবেদনে বলা হয়, ‘১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করেছিলেন মোশাররফ। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের নেতৃত্বও দিয়েছিলেন তিনি।’ ভারত তার দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশটি পাকিস্তানকে ধ্বংস ও অচল করার পাঁয়তারায় লিপ্ত বলে মোশাররফ অভিযোগ করেন। এছাড়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পাকিস্তান ও মুসলিমদের শত্রু’ বলে অভিহিত করেন পারভেজ মোশাররফ।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মোশাররফ।

বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর ২০১৪/শরীফ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর