শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
আত্মঘাতী হামলার আশঙ্কা

ভারতের বিমানবন্দরে সতর্কতা

আত্মঘাতী হামলার আশঙ্কায় ভারতের আহমেদাবাদ, মুম্বাই, কোচি বিমানবন্দরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। 'বিস্ফোরক নিয়ে দুই যাত্রী আহমেদাবাদ-মুম্বাই কিংবা মুম্বাই-কোচি বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালাতে পারে' নয়াদিল্লির ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)-এর কাছে এমন একটি ফোন আসার পর এই সতর্কতা জারি করা হয়। ওই বার্তায় বলা হয় '২৫ অক্টোবর ভোররাতে আহমেদাবাদ থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে কোচ গামী এয়ারইন্ডিয়ার দুটি বিমানবন্দরে আলাদা আলাদা করে আত্মঘাতী হামলা চালানো হতে পারে। এই সম্ভাব্য হামলার কথা স্বীকার করে এয়ারপোর্ট অথরিটির ডিরেক্টর এ কে সি নায়ার জানান, কলকাতা থেকে আমরা একটি হুমকি বার্তা পেয়েছি। সেখানে বলা হয়েছে আজ সকালে আহমেদাবাদ-মুম্বাই এবং মুম্বাই-কোচি রুটে এয়ারইন্ডিয়ার বন্দরে সম্ভাব্য আত্মঘাতী হামলা হতে পারে। ইতিমধ্যেই বিমানবন্দরগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোচিসহ বড় বিমানবন্দরে বোমা নিরোধক দল এবং বিমান ছিনতাই প্রতিরোধক দলও মোতায়েন রাখা হয়েছে। হামলার আশঙ্কার পরই সকালে চেন্নাইয়ে গিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন সিআইএসএফ-ডিআইজি আনন্দ মোহন। খতিয়ে দেখেন বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ খবর