শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠী আইএস

বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী গোষ্ঠী আইএস

ইসলামিক স্টেট (আইএস) বিশ্বের সবচেয়ে সম্পদশালী সন্ত্রাসী গোষ্ঠী। আর তাদের আয়ের প্রধান উৎস কালোবাজারে তেল বিক্রি, মুক্তিপণ এবং চাঁদাবাজি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ডেভিড কোহেন বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি জানান, প্রতিদিন শুধু অপরিশোধিত তেল বিক্রি করেই গোষ্ঠীটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করছে। এনডিটিভি বলছে, চলতি বছরের শুরুতে ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি তেলক্ষেত্র দখল করে নেয়। ওই তেল কালোবাজারে বিক্রি করছে আইএস। কোহেন বলেন, অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর চাইতে আইএস অত্যন্ত দ্রুতগতিতে সম্পদ সংগ্রহ করছে। আর এ কারণে তাদের কাছে অর্থ সরবরাহ বন্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোহেন আরও বলেন, 'আমাদের এমন কোনো গোপন অস্ত্র নেই যা দিয়ে রাতারাতি আইএসআইএল (আইএস)-এর ভাণ্ডার শূন্য করে ফেলব। এর জন্য একটি দীর্ঘমেয়াদি লড়াই হবে। আর এ মুহূর্তে আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আইএস'র বিরুদ্ধে লড়াইয়ে ওবামা প্রশাসনের যে দলটি কাজ করছে কোহেন সেই দলের অন্যতম সদস্য। এনডিটিভি।

 

 

সর্বশেষ খবর