শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

কার্বন নিঃসরণ হ্রাস চুক্তিতে পৌঁছলেন ইইউ নেতারা

আগামী ২০৩০ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ৪০ শতাংশ কমাতে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। গতকাল ব্রাসেলসে এক সম্মেলনে ব্যাপক তর্ক-বিতর্কের পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা এ সিদ্ধান্তে পৌঁছান। কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশগুলো এবং ব্যাপক নিঃসরণ হ্রাসে আগ্রহী দেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে এ চুক্তি হয়েছে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন চুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে এও বলেছেন, এটাই পর্যপ্ত নয়। ইইউ মোট জ্বালানির ২৭ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জ্বালানি সক্ষমতা কমপক্ষে ২৭ শতাংশ বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছে। সম্মেলনে নিঃসরণ হ্রাসে ইইউ'র মধ্যে ব্যাপক বিভক্তি লক্ষ্য করা গেছে। কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল পোলান্ড আশঙ্কা প্রকাশ করে, কার্বনমুক্ত করার ফল হিসেবে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে। এএফপি।

 

 

সর্বশেষ খবর