শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মালির প্রথম ইবোলা রোগীর মৃত্যু

মালির প্রথম ইবোলা রোগীর মৃত্যু

ইবোলায় আক্রান্ত হওয়া মালির প্রথম রোগী দুই বছরের শিশুটি মারা গেছে। দেশটির কর্তৃপক্ষ ওই শিশুটির মৃত্যু খবর নিশ্চিত করেছে। আজ এক প্রতিবেদনে একথা জানানো হয়। খবর দ্য হিন্দু অনলাইনের

গত বুধবার ওই শিশুটিকে দেশটির কায়েস টাউনের একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তার চিকিৎসা চলছিল।

ইবোলা ভাইরাসে মারাত্মক আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোর একটি হচ্ছে গিনি। মালির ওই শিশুটি তার নানির সঙ্গে গিনিতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে মালিতে ফেরার পরপরই তার শরীরে ইবোলা ভাইরাসে আক্রান্তের উপসর্গ দেখা গিয়েছিল।

এদিকে, মারা যাওয়া ওই শিশুটির ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছে এমন ৪০ জনের বেশি ব্যক্তিকে খুঁজে বের করে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, শিশুটির মা গিনিতে কয়েক সপ্তাহ আগে মারা যায়। এরপর তার আত্মীয়স্বজনরা শিশুটিতে মালিতে নিয়ে আসে।

বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর ২০১৪/শরীফ

সর্বশেষ খবর