রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

লেবাননের ত্রিপোলি শহরে সংঘর্ষে ৬ সেনা নিহত

লেবাননের ত্রিপোলি শহরে সংঘর্ষে ৬ সেনা নিহত

লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় সেনা নিহত হয়েছে। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শহরের ঐতিহাসিক একটি মার্কেটে সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুকযুদ্ধে সেনারা মারা গেছেন। এর মধ্যে পাঁচজন মারা গেছে শনিবার ত্রিপোলি শহরের উত্তরাংশে। এছাড়া শুক্রবার সংঘর্ষে আহত হওয়া এক সেনাও মারা গেছে।

বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর সদস্যরা কয়েকজন সন্ত্রাসীকে আটক করতে ও তাদের অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া, সংঘর্ষের সময় কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়।

দু’দিন আগে ওই এলাকায় সেনাবাহিনী অভিযান চালালে তিন সন্ত্রাসী নিহত হয় এবং স্থানীয় এক নেতাকে আটক করে। এরপর নতুন করে শনিবার এ সংঘর্ষ হলো। দু’দিন আগে নিহত তিনজনের মধ্যে একজন ছিল লেবানন সেনাবাহিনী ছেড়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসে যোগ দেয়া ব্যক্তি। আবদুল কাদরি আক্কুমি নামে ওই ব্যক্তি চলতি মাসের প্রথম দিকে আইএসে যোগ দিয়েছিল।

বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর ২০১৪/শরীফ

সর্বশেষ খবর