বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ইসরাইলের বসতি নির্মাণে জাতিসংঘের নিন্দা

ইসরাইলের বসতি নির্মাণে জাতিসংঘের নিন্দা

নতুন করে পূর্ব জেরুজালেমে বসতি নির্মাণে ইসরায়েলের পরিকল্পনার সমালোচনা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ পদক্ষেপ ওই অঞ্চলে আরও সহিংসতা ও ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে হুমকি সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংস্থাটি।

জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যান গতকাল বুধবার ইসরায়েলকে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও তা দু’টি রাষ্ট্র সৃষ্টিতে বিরূপ প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ফিলিস্তিনের পক্ষে জর্ডানের আহ্বান করা সভায় ফেল্টম্যান এ কথা বলেন।

সম্প্রতি ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে নতুন করে ১০০০টি বাড়ি নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল। এরপর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে, গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রামাত স্লমো এলাকায় ৬০০টি ও হারহোমা এলাকায় ৪০০টি বাড়ি নির্মাণ করা হবে। এর পরপরই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলের এ পরিকল্পনার সমালোচনা করে।

বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর