বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

টিভি পর্দায় লাদেনের হত্যাকারী

টিভি পর্দায় লাদেনের হত্যাকারী

আগামী নভেম্বর মাসে ফক্স নিউজ টেলিভিশনের এক তথ্যচিত্রে দেখা যাবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে গুলি করে হত্যা করা মার্কিন নেভি সিলের কমান্ডোকে।  গতকাল বুধবার টিভি নেটওয়ার্কটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ‘দ্য ম্যান হু কিলড ওসামা বিন লাদেন’  শিরোনামের তথ্যচিত্রটি দুই পর্বে ১১ ও ১২ নভেম্বর ফক্স নিউজ টেলিভিশনে প্রচারিত হবে। ২০১১ সালে পাকিস্তানে গোপন আস্তানায় অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যার ক্ষেত্রে নিজের সাহসী ভূমিকা তথ্যচিত্রে বলবেন ওই কমান্ডো।

টিভি নেটওয়ার্কটির মতে, এসব গল্প আগে কখনো বিস্তারিতভাবে প্রকাশিত হয়নি। তথ্যচিত্রে থাকছে ওসামার মুখোমুখি হয়ে তাকে গুলি করার অভিজ্ঞতা এবং তার শেষ সময়ের তৎপরতা।

উল্লেখ্য, গত ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের আস্তানায় নেভি সিলের সদস্যদের নৈশকালীন গোপন অভিযানে লাদেনসহ ৫ জন নিহত হন।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৪/মাহবুব
 

সর্বশেষ খবর