শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ইবোলায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

ইবোলায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

ইবোলা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭০৩ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের মার্চ মাস থেকে রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। আক্রান্তদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার দেশগুলোর অধিবাসী। লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং গিনিতে এ ভাইরাসের সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও ওই দেশগুলোতেই রোগটির সংক্রমণ প্রতিরোধে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। ডব্লিউএইচও'র হিসাবে ইবোলায় সবচেয়ে বেশিসংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে লাইবেরিয়ায়। সেখানে ছয় হাজার ৫৩৫ জন ইবোলায় সংক্রমিত হওয়ার বিষয়টি তালিকাভুক্ত হয়েছে। এ ছাড়াও সিয়েরা লিওনে পাঁচ হাজার ২৩৫ জন এবং গিনিতে এক হাজার ৯০৬ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত বলে তালিকাভুক্ত হয়েছে। তবে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কতজন মৃত্যুবরণ করেছে তার প্রকৃত সংখ্যা প্রকাশ করতে কিছুটা সময় প্রয়োজন বলে ডব্লিউএইচও জানিয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক ব্রুস আইলওজার্দ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মৃতের সংখ্যা সম্ভবত পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে এ রোগে আক্রান্ত হয়ে চার হাজার ৯২২ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছিল ডব্লিউএইচও। ওই তিনটি দেশের বাইরেও অন্যান্য দেশের ২৭ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। এদিকে মরণঘাতী ইবোলা সম্পর্কে বেশ ইতিবাচক তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বুধবার জানিয়েছে, সম্প্রতি লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসের প্রকোপ কমে এসেছে। বিবিসি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর