শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বিজেপি নেতা নাকভি গ্রেফতার, পরে মুক্তি

রাজনৈতিক সহিংসতাকবলিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাকড়া গ্রাম পরিদর্শন করতে গিয়ে গ্রেফতার হলেন সহ-সভাপতি মুক্তার আব্বাস নাকভির নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল। সোমবার মাকড়া গ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১৭ বছরের এক কিশোরও ছিল। গতকাল ওই গ্রাম পরিদর্শনে যান বিজেপি নেতারা। প্রতিনিধি দলে নাকভি ছাড়াও ছিলেন দলের কেন্দ্রীয় নেতা কীর্তি আজাদ, উদিত রাজ, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সম্পাদক রাহুল সিনহা, দলের রাজ্য যুব সভাপতি রীতেশ তিওয়ারিসহ বেশ কয়েকজন নেতা-নেত্রী। কিন্তু সকালে মাকড়া গ্রামে ঢোকার আগেই চৌমণ্ডলের পুলিশি বাধার মুখে পড়ে বিজেপির এ দলটি। এরপর পুলিশি ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে একরকমের ধস্তাধস্তি শুরু হয়। বেলা দেড়টা নাগাদ নাকভি, কীর্তি আজাদ, উদিত রাজ, রাহুল সিনহা, রীতেশ তিওয়ারিদের গ্রেফতার করে পাড়ুই থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রামে যেহেতু ১৪৪ ধারা জারি করা আছে তাই কোনোভাবেই মাকড়া গ্রামে ঢুকতে দেওয়া হবে না বিজেপি প্রতিনিধি দলটিকে। বেলা আড়াইটা নাগাদ বিজেপি নেতাদের ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়। থানা থেকে বের হওয়ার পরই রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করে নাকভি বলেন, পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক, অগণতান্ত্রিক এবং তারা সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর