শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দাওয়াত পেলেন না মোদি

দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তার ১৯ বছর বয়সী ছেলে শাবান বুখারি হতে যাচ্ছেন ওই মসজিদেরই নায়েবে ইমাম। এই অভিষেক অনুষ্ঠান হবে আগামী ২২ নভেম্বর। এতে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ বিশ্বের এক হাজার ধর্মীয় নেতা। কিন্তু তাতে থাকছেন না খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেননা দাওয়াতের তালিকা থেকে তিনি বাদ পড়েছেন। গতকাল শাহী ইমামের পক্ষ থেকে এই দাওয়াতপত্র বিলি করা হয়। মোদিকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে তার 'বোঝাপড়ামূলক' বা গভীর সম্পর্ক রয়েছে। যা নিজ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নেই। তিনি আরও বলেন, ভারতীয় মুসলিমদের সঙ্গে মোদির সম্পর্ক এখনো স্বাভাবিক নয়। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সঙ্গে মোদির নাম জড়িয়ে রয়েছে। যা এখনো তারা মনে রেখেছেন। এদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি প্রধান মোলায়েম সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। উল্লেখ্য, ৪০০ বছর ধরে একই পরিবার থেকে মসজিদের ইমাম হওয়ার ধারাবাহিকতা বজায় রয়েছে। জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর