শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

প্রতীকী

রাশিয়ার পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন পানির নীচ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা চালানোর সময় পানির নীচে অবস্থিত বোরি শ্রেণীর এ ডুবোজাহাজে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র ছিল।

বুলাভা ক্ষেপণাস্ত্রে ১০টি আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানার উপযোগী রকেট বসানো  থাকে এবং এর প্রতিটি রকেট ১০০ থেকে ১৫০ টন বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমা বহন করতে পারে। এ ছাড়া, এ সব রকেটের গতিপথ নিক্ষেপের পরও নিয়ন্ত্রণ করা যায়। সাধারণভাবে বুলাভা ক্ষেপণাস্ত্র ১০ হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ পরীক্ষায় ব্যবহৃত বুলাভা ক্ষেপণাস্ত্রটি কামচাটকা উপদ্বীপের কুরা পরীক্ষা কেন্দ্রের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

পর্যাপ্ত সংখ্যক বুলাভা ক্ষেপণাস্ত্র বহনকারী বোরি শ্রেণীর সাবমেরিন থেকে এই প্রথম এ জাতীয় সফল পরীক্ষা চালাল রাশিয়া। বোরি শ্রেণির সাবমেরিনকে রাশিয়ার সাগরভিত্তিক পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রতিরক্ষার কাজে এ সাবমেরিনের প্রধান অস্ত্র হবে বুলাভা ক্ষেপণাস্ত্র।

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৪/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর