শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সুচির সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের \\\'বিরল\\\' বৈঠক

সুচির সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের \\\'বিরল\\\' বৈঠক

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন দেশটির বিরোধীদলীয় নেতা ও গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির সঙ্গে আজ এক বিরল বৈঠক করেছেন। বৈঠকে দেশটির সেনাপ্রধান মিন অং লেইংসহ আরো এক ডজনের বেশি শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর দ্য হিন্দু অনলাইনের

মিয়ানমারের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য গত প্রায় এক বছর ধরে আহ্বান জানিয়ে আসছিলেন সুচি। প্রেসিডেন্ট থেইন সেইন, সেনাপ্রধান ও পার্লামেন্টের স্পিকারের সঙ্গে এ বৈঠক করতে চাচ্ছিলেন তিনি।

এদিকে, আগামী মাসে মিয়ানমারে পূর্ব এশিয়াবিষয়ক এক শীর্ষ সম্মেলন [ইস্ট-এশিয়া সামিট] অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। তাই সমালোচকরা মনে করছেন, সুচির সঙ্গে প্রেসিডেন্ট সেইনের আজকের বৈঠক দেশটিতে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ চলছে তা আসন্ন সম্মেলনটিতে অংশগ্রহণকারীদেরকে দেখানোর স্রেফ এক ধরনের প্রচেষ্টা।

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৪/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর