শিরোনাম
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মহরাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ

মহরাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ

মহারাষ্ট্রের ২৭ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিস। শুক্রবার ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান মহারাষ্ট্রের রাজ্যপাল সি. বিদ্যাসাগর রাও। মুখ্যমন্ত্রীর সঙ্গেই এদিন বিজেপির আরও নয় সদস্য মন্ত্রী হিসেবে শপথ নেন। এরমধ্যে সাতজন ক্যাবিনেট মন্ত্রী, বাকীরা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ৪৪ বছর বয়স্ক ফড়নবিশ হলে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।

এদিন ফড়নবিশের শপথ অনুষ্ঠান কার্যত ছিল চাঁদের হাঁট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানী, মুরলী মনোহর যোশি, কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, নীতিন গড়করি, প্রকাশ জাভরেকর, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, কর্নাটকের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা পৃত্থিরাজ চৌহান সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, এনসিপি প্রধান শারদ পাওয়ার, ওই দলের নেতা প্রফুল্ল প্যাটেল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, রতন টাটা, অনিল আম্বানী সহ দেশের প্রথম সারির শিল্পপতি, বলিউডি তারকা সহ প্রায় ৩০ হাজার অতিথি উপস্থিত ছিলেন শপথগ্রহন অনুষ্ঠানে। স্বাভাবিক ভাবেই শপথগ্রহণের অনুষ্ঠানে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল বাণিজ্য নগরীকে। স্টেডিয়াম চত্ত্বর দুর্গের চেহারা নিয়েছিল। তবে এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে শিবসেনা হাজির থাকবে কি না সে বিষয়ে সংশয় ছিল। যদিও যাবতীয় সংশয় কাটিয়ে এদিন ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন দলের প্রধান উদ্ধব ঠাকরে।

সদ্যসমাপ্ত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ২৮৮ টি আসনের মধ্যে ১২২ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও ম্যাজিক আসন (১৪৫ টি) ছুঁতে পারেনি বিজেপি। এমতাবস্থায় সংখ্যালঘু সরকার গড়ল তারা। কারণ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে দরকার আরও ২৩ টি আসন। এরইমধ্যে কিছুটা নাটকীয়ভাবে আগ বাড়িয়ে বিজেপিকে বাইরে থেকে সমর্থনের কথা জানিয়ে রেখেছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। কিন্তু বিজেপি এখন পর্যন্ত এনসিপি’র সেই সমর্থন গ্রহণও করেনি আবার পরিত্যাগও করেনি। কারণ তাদের প্রথম লক্ষ্য শিবসেনার সমর্থন আদায় করা।

বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৪/আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর