শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
এমএইচ ৩৭০ নিখোঁজ

মালয়েশিয়া বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

মালয়েশিয়া বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

আট মাস আগে মালয়েশিয়ান এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার মালয়েশিয়া বিমান কতৃ‌র্পক্ষের বিরুদ্ধে এ মামলাটি করেছেন নিখোঁজ বিমানের যাত্রী জি জিং হ্যাংয়ের দুই পুত্র জি কিনসন (১৩) এবং জি কিনল্যান্ড (১১)। বিমান পরিবহণ সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।

অভিযোগ বলা হয়েছে, এয়ারলাইন্সের ব্যর্থতার জন্যই যথা সময়ের মধ্যে এমএইচ ৩৭০-এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিন তাদের আইনজীবী অরুণান সেলভারেজ বলেন, টেকনোলজির দুনিয়ায় এত বড় একটি বিমান উধাও হয়ে যাওয়ার ঘটনা মেনে নেওয়া যায় না।

প্রসঙ্গত, গত ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেইজিংগামী এমএইচ ৩৭০ বিমানটি ভারত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়৷

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর